//সত্যের জিৎ স্থায়ীত্ব পায়//


বলতে বলতে কেবলই সত্য
আমি সত্যের হয়েছি ভক্ত
মিথ্যে শুনলে হই বিরক্ত
ছাড়ি সেই স্থান হয়েই তিক্ত।


সত্য বলা কী খুবই জরুরী!
করা যায় নাকি সত্যকে চুরি!
সত্য কি ওঠে ঘাড়ে পড়িমরি!
সত্যের সাথে নয় লুকোচুরি।


সত্যকে পাই সততার পাশে
সত্য স্বততঃ মন খুলে হাসে
থাকতই যদি সব অভিলাষে
মিথ্যে হারিয়ে যেত মহাকাশে।


সত্য সাজিয়ে রাখাই যায় না
ঢাকতে চাইলে ঢাকাও যায় না
না ভালবেসে থাকাও যায় না
তবুও সত্য সবার হয় না।


সত্য বললে দায় শেষ হয়
কায়মনোবাক্যে পার হয় সময়
সত্যের হার অস্থায়ী হয়
সত্যের জিৎ স্থায়ীত্ব পায়।


বলতে বলতে কেবলই মিথ্যে
ঢুকে যায় নাকি বিষ এই চিত্তে!
তখন শোনাতে চাইলে সত্য
তাকে বলি, 'কেন বলছ মিথ্যে!'


সত্য কখনো মিথ্যে হবে না
মিথ্যের সাথে সত্য যাবে না
থাকবে দুটোর মাঝে দূরত্ব
সেই দূরত্ব কমেও যাবে না।


সুবীর সেনগুপ্ত