মিথ্যে বলার ইচ্ছাই নেই
বলিনি, তাই তো শিখতে পারিনি
বললেই, মন হয়ে যায় ভারী
এ ভার সরাতে, সফল হইনি|


কে দেবে তালিম, মিথ্যে বলার!
কোথাও দেখিনি, তার তো প্রচার
আদৌ আছে কি, এর শিক্ষক!
কি ভাবে খুলব, তথ্যের দ্বার!


অনেকেই পারে, গুছিয়ে বলতে
আঁকে অপরূপ, ছবি নিজ মনে
হয়ত পারে না, গুছিয়ে লিখতে
তাই কি তথ্য, আসে না সামনে!


তবে কি কাউকে শিখতে হয় না
মিথ্যের A B C D অ আ ক খ!
তালিম ছাড়াই এতো দক্ষতা!
আমি তো দেখেছি, তোমরাও দ্যাখো|


মিথ্যেও নাকি একটা শিল্প!
যার গড়নের তরে শুধু কথা
এই শিল্পের যারাই শিল্পী
মিথ্যে বিলিয়ে, হয়ে যায় দাতা|


মিথ্যের সাথে চুরির তুলনা
হতে পারে নাকি এই সংসারে!
কোনোটাই নয়, কোনোভাবে ন্যায়
বসাতেই পারি, এক আসন জুড়ে|


মিথ্যে যে বলে, জেনেই তো বলে
দ্বিতীয়টা বলে, ঢাকতে প্রথম
এই প্রকরণ পায় না অন্ত
বাড়তেই থাকে, মিথ্যে রকম|


সংকটে মন, হয় বিহ্বল
মিথ্যেকে নিয়ে, চলে অবিচল
বেপরোয়া মন, বলে বলো বলো
মিথ্যেই বলো, হবেই সচল|


সংসার চাই, চাই ঘর বাড়ী
আয়েস করার প্রচুর সাধন
প্রলোভন ফাঁদ এখানে ওখানে
তাতে ডুব দিলে, হবেই মরন|


মিথ্যের ফাঁদ, কে পেতে রেখেছে!
যেই হোক, সেটা জানব কি করে!
মনে হয় যেন, প্রকৃতির দান
মিথ্যে কি তাই, সব ঘরে ঘরে!


সব ঘরে আছে, হয়ত সত্যি
সকলে কিন্তু, মিথ্যে নেয়নি
এই কারণেই, সত্য যে বেঁচে
সত্য মিথ্যে, লড়াই থামেনি|


যার মনে নেই, মিথ্যের আশা
সে তো রাখবেই, মিথ্যেকে দূর
তার তৃপ্ততা, সত্যের সাথে
সত্যের ছোঁয়া, মিষ্টি মধুর|


মিথ্যে থাকলে, থাকবে সত্য
শুধু একটাতে, চলেনা জগৎ
যেমন আছেই, কালো আর আলো
পৃথিবীতে ভরা, সৎ ও অসৎ|


সত্যের পথে, মিথ্যে চলে না
বিকর্ষণ যে, চলতে দেয় না
সত্য খোঁজে না, মিথ্যের পথ
আকর্ষণের, নেই কোনো দানা|


প্রতি কথাতেই, মিথ্যের স্বাদ
যে মানুষ চায়, হয়ত বা পাবে
তারা দূরে থাক, এটাই কামনা
সেই কামনাই, জানাবো সরবে|


সত্যের সাথে তৃপ্ততা স্থায়ী