//সত্য আমার রীতি আর নীতি//

সত্য আমার গদ্য পদ্য
সত্য জীবন ছন্দবদ্ধ
আমার সত্য নিয়েই আমি মত্ত।

সত্য আমার শ্বাস প্রশ্বাস
আমিও হয়েছি সত্যের দাস
বাড়িয়ে দিয়েছে সত্য মম বিশ্বাস।

সত্য আমার শুভ সংবাদ
শুভ সংবাদে হারায় বিবাদ
বিবাদবিহীন জীবনে নেই বিষাদ।

সত্য ছুঁয়েছে আমার চেতনা
এটাই আমার আসল পাওনা
উজ্জ্বল হয়ে চেতনা আমার প্রেরণা।

সত্য আমার সাথী ও সারথী
বদলেও গেছে আমার প্রকৃতি
সত্য এখন আমার রীতি ও নীতি।

সুবীর সেনগুপ্ত