সত্য কি ভাবে হবে ছল!


বলেই ফেলব
যা বলার, আমি
ভাবব না আর হার জিৎ...
কি যে সন্মান
কী বা অপমান
জেনে নিতে চাই নিশ্চিত।


সত্যি কথাতে
মান যদি যায়
তাতে নেই কোনো আপসোস...
বরং, আমি তো
নিজের কাছেই
হয়ে থাকবই নির্দোষ।


বলব না আমি
বানিয়ে কিছুই
এটা প্রয়োজন, মানি না...
কি বা বানাব!
কি ভাবে গড়ব!
তাও তো মাথায় ঢোকে না।


তোমরাই বলো
কথা চেপে রেখে
খুলতে পারে কি এই মন!
তোমরাও জানো
খোলা মন হলো
শান্তির এক তপবন।


সত্যি কথাটা
যদি বহে আনে
সমালোচনার হিল্লোল...
তখন জানব
আমার কথাটা
ছিল যথাযথ, নয় ছল।


সত্যের পথে
চলাটাই ঠিক
সেটাই শিখেছি জীবনে...
সত্যের ধারা
ঢুকেছে মাথায়
ধরে রাখি সাবধানে।


সুবীর সেনগুপ্ত