//সত্য মিথ্যে ঘটনারই রূপ//


সত্য মিথ্যে খুঁজবই কেন!
এ খোঁজার মানে আছে নাকি কোনো!
শুধু সময়ের অপচয়...
আমি তো চলছি বাস্তব ধরে
লাভ ও ক্ষতির হিসেব না করে
রাখব না মনে সংশয়।


সত্য মিথ্যে ছলনার মতো
নিশ্চিত করে বলা যায় না তো
হই ঘটনার সাক্ষী...
সে সুযোগ থেকে হলে বঞ্চিত
বিষয়ের থেকে থাকিও বিরত
নিজ গুনে নিজ রক্ষী।


সত্য মিথ্যে আছে পাশাপাশি
এই সত্যকে আমি ভালবাসি
কার কী ধারণা, জানিনা...
সত্য মিথ্যে নয় উপলব্ধি
এ তো ঘটনাকে দেওয়া স্বীকৃতি
বিরোধিতা হতে পারে না।


সত্য মিথ্যে নয় বিজ্ঞান
থাকবেই দূরে সব অনুমান
এই তো ঠিক বিচার...
ঘটনা জানলে, সত্যকে জানি
আর না জানলে, মিথ্যাকে টানি
সহজ সরল কারবার।


সুবীর সেনগুপ্ত