//সত্যই সাজে চিত্তে//


মিথ্যে অনেক শুনে শুনে আমি
বুঝতে পেরেছি সত্য
তাই বুঝে যাই অতি সহজেই
এই জীবনের অর্থ।


জানার পরেই এই বিশ্বব্রহ্মাণ্ড
আরো আরো খুঁজি জানার জন্য
এর বাইরে কী কান্ড!


জীবন সত্য হলেই তো প্রাণ হাসবে
প্রাণ হাসলেই চলা মসৃন
রোদন দূরেই থাকবে।


রোদন বিষাদ ছেয়ে আছে চারিদিক
কারণ খুঁজতে যাই না, কারণ
জ্বলছে আগুন ধিকধিক।


অযথা রোদন, অযথা বিষাদও দেখছি
কেউ কেউ ভালবাসে 'অযথা'কে
আমিও বুঝতে পেরেছি।


মিথ্যের সাথে যাঁরাই যায় আপোষে
তাঁদের জ্ঞানেও মিথ্যে অধম
যায় স্বার্থের দোষে।


সত্যের সাথে আপোষ মানেই মিথ্যে
সত্যের মাঝে সত্য পূর্ণ
সত্যই সাজে চিত্তে।


সুবীর সেনগুপ্ত