সৃষ্টি হয়েছে
স্রষ্টা জানিনা...
জানিনা বললে
ভুল হবে নাকি..
আমি তো জানিনা
তোমরা কি জানো...
সেই জানাটাই
রয়ে গেছে বাকী।


কেন যে সৃষ্টি
কারণ জানিনা...
ভোগ করি শুধু
সৃষ্টি অজানা...
জানার ইচ্ছে
রয়ে যায় মনে...
যত খোঁজ করি
পাই না ঠিকানা।


স্রষ্টা জানিনা
সৃষ্টি জটিল...
সন্দেহ নেই
কিন্তু নিখুঁত...
আমি আর তুমি
এতে আনি খুঁত...
সৃষ্টি মানিয়ে
চলছে অটুট।


সৃষ্টি তো মানে
নিয়মের ধারা...
যে ধারার সাথে
সব কিছু জোড়া...
ধারা থেকে দূরে
যেতে চাইলেও...
সৃষ্টি ছাড়ে না
এসে দেয় নাড়া।


কে যে বলে দেয়
নাড়া দিতে হবে...
স্রষ্টাই হবে
সকলেই জানে...
তার হদিস তো
এক রহস্য...
যার ভেদ করা
যায় অনুমানে।


স্রষ্টা জানিনা
সৃষ্টিকে মানি...
আমাদের চলা
নিয়ে সৃষ্টিকে...
স্রষ্টা আড়ালে
থাকবেও তাই...
বৃথা খুঁজে খুঁজে
পড়ছি বিপাকে।