স্থান কাল আর পাত্রের প্রয়োজন
স্থান কাল আর পাত্রের আগমন
স্থান কাল আর পাত্র পেয়েও ক্ষোভ
চাইছি কি শুধু স্বতঃপ্রবাহিত লোভ!


অদিতির কোল প্রতিটি প্রাণের জন্য
কোনো প্রাণ হতে চায় না তো কভু দৈন্য
হতে কি পারিনা সবাই সবার মিত্র!
একটা ভুলেই গড়ছে না পুরো চিত্র|


কি যে সেই ভুল! সেটাই জানার চেষ্টা
প্রতিদিন খুঁজে থেকে যায় তার রেশটা
অনেক ভুলের পেয়ে যাই সন্ধান
বুঝতে পারিনা কোনটাতে সমাধান|


এত ক্ষোভ, সে কি লোভ থেকে ফুটে ওঠে!
নাকি ফুটে ওঠে অহরহ হিংসাতে
কীসের জন্য এত মন্দির মসজিদ!
যদি না মানুষ হয় শান্ত ও ধীর|


স্থান কাল আর পাত্র কি তবে গৌণ!
উত্তর নেই, থাকছি শুধুই মৌন
এটা মেনে নিলে, মুখ্যটা কি যে হবে!
জানা উত্তর, সেটা কি সবাই মানবে!


হওয়া কি উচিত সকলের সন্তুষ্ট!
যা পেয়েছি তাতে হওয়া তো উচিত তুষ্ট
স্বীকার করতে হবে স্থান আছে ঝুলিতে
পাত্র আছেই, তাই তো জীবন চলছে|