//স্থিতি গড়তেই ঠিকানা জরুরী//


পথের ঠিকানা খুঁজে পাবো পথে
মনের ঠিকানা মনে
তোমার ঠিকানা তুমি বলে দেবে
কারণে বা অকারণে।


ফুলের ঠিকানা, গাছের ঠিকানা
নদ ও নদীর ঠিকানা
সব কিছু ঠিকানার পরিচয়ে
মানুষের কাছে জানা।


নিলেও জন্ম এক ঠিকানায়
ঠিকানা বদলে যায়
স্থায়ী অস্থায়ী ঠিকানা বদল
সব কী স্বইচ্ছায়!


অভ্র গড়েছে তাদের ঠিকানা
সীমাহীন আকাশে
বৃষ্টি ঝড়ছে ঠিকানা গড়তে
ভূমির সংস্পর্শে।


স্থিতি গড়তেই ঠিকানা জরুরী
যাযাবর হলে নয়
স্থিতি নেই তাই ঠিকানাও নেই
জীবন গড়িয়ে যায়।


এক দুই তিন চার এর ঠিকানা
সংখ্যাতত্ব জুড়ে
অক্ষরগুলো পেয়েছে ঠিকানা
বর্ণমালার ঘরে।


জীবন সাজে না আকাশের নীচে
ঠিকানা একটা চাই
পাগল গড়েছে আকাশের নীচে
অনিশ্চিত এক ঠাঁই।


স্থায়ী ঠিকানার যে অবস্থান
সব আছে ভূমি জুড়ে
জলে বা অন্তরীক্ষে ঠিকানা
অস্থায়ী হয়ে মরে।


ঠিকানা একটা খুব দরকার
আর সেটা হোক স্থায়ী
স্থায়ী ঠিকানাই পায় বেশী মান
যা পায়না অস্থায়ী।


ঠিকানা দিয়েছ, পৌঁছেও যাব
গড়ব নতুন ঠিকানা
যদি না পেতাম তোমার ঠিকানা
কী হতো, সেটাও জানিনা।


সুবীর সেনগুপ্ত