//সুচারু কাজেই গড়বে ছন্দ//


বছরের পর বছর গিয়েছে
গড়েছি ছন্দ এতদিন ধরে
এখন সে সব উপভোগ করি
নিত্যদিনের কাজ ধরে ধরে।


যখন ছন্দ গড়ে উঠেছিল
তৃপ্তির স্বাদ মন পেয়েছিল
সময়ের সাথে স্বাদ হারিয়েছে
সেটা স্বাভাবিক আমিও বুঝেছি।


বেশ বেশ বেশ, হারিয়েছি স্বাদ
নতুন স্বাদ কী থাকবেই বাদ!
নতুন ছন্দ গড়তে পারলে
ভিন্ন স্বাদের পাবই প্রাসাদ।


ছন্দ গড়ার জন্যই কাজ
কাজে হয়নি তো যবনিকা পাত
আজকের কাজ অন্য ধরণে
তাতে কী ছন্দ গড়া অপরাধ!


ছন্দ কোথায় খুঁজতে হয় না
ছন্দবিহীন নৃত্য হয় না
এ ছাড়াও বহু ক্ষেত্রে ছন্দ
এখানে ওখানে অনেক ঠিকানা।


সুচারু কাজেই গড়বে ছন্দ
পূর্ব ভাবনা নয় প্রয়োজন
এলোমেলো কাজ করতে থাকলে
ছন্দের আশা হয়না পূরণ।


ছন্দের সাথে জীবন সহজ
গঠন করাও নিজেরই গরজ
গড়লে, জীবনে শান্তি অপার
মাথার উপরে সাফল্য ধ্বজ।


দীর্ঘসূত্র ধরে কাজ করে
কাজের অন্ত চলে যায় দূরে
সময়ের হয়ে যায় অপচয়
বিরক্তিতেই মন যায় ভরে।


চাইছি ছন্দ, কিন্তু পাই না
কী যে করা যায়, সেটাই বুঝিনা
নিজ পরিবর্তন প্রয়োজন
ছন্দ গড়বে প্রায় একটানা।


সুবীর সেনগুপ্ত