//সূচনাতে পাওয়া, পাওয়াই প্রথম//


চাওয়া থাকবে না, শুধুই থাকবে পাওয়া
কেউ না দিলে তো পাওয়া হয়ে যাবে হাওয়া।


কারা পাবে আর কারা দেবে অনবরত!
এর নির্ধারণ করা সম্ভব হবে না তো।


সম্ভব নয়, এ তো নিশ্চিত অসম্ভব
চাওয়া আর পাওয়াতেই কেন থাকে রব।


জীবনের সূচনাই তো হয় পাওয়ায়
চাওয়া পরে আসে, জীবনের যাত্রায়।


সব চাওয়াতেই ইচ্ছার আছে যোগ
পাওয়াতে ইচ্ছা থাক বা না থাক উপভোগ।


পেলে ভালো লাগে, চাইতে কী ভালো লাগে!
বোধহয় তা নয়, সংকোচে মন জাগে।


প্রথমে কী চাওয়া, নাকি প্রথমেই পাওয়া!
প্রথমে পেয়েছি জীবন, পরেই চাওয়া।


চাওয়া নেই, তাও বহু কিছু পেয়ে যাই
অনেক কিছুই চেয়ে হতাশাই পাই।


জল আলো হাওয়া সব্বাই পেয়ে যাচ্ছি
বাকী সব কিছু পেতে হিমশিম খাচ্ছি।


না চাওয়াই ভালো, আমার এটাই মত
তোমার কি মত, দিচ্ছি না আমি অভিমত।


ধরাবাঁধা কোনো নিয়মে পড়ে না চাওয়া
কোনো নিয়মের ধার ধারে নাকি পাওয়া!


যে যেমন বোঝে, তেমন ভাবেই চলবে
চাইবে ও পাবে কিংবা কখনো না পাবে।


আমার চাওয়াতে ছিল আজ কিছু লিখি
লিখলাম কিছু, খুশী মনে দিলো উঁকি।


চাইব না আমি একটাও কিছু অযথা
অযথা পাওয়ায় গড়ব না মাথাব্যথা।


সুবীর সেনগুপ্ত