//সুখ আছে তাই দুঃখকে জানি//


যত যত ক্ষণ আছে পৃথিবীতে
তার বেশীটাই দুঃখের পাতে
আনন্দ ক্ষণ ক্ষণিকের রথে
রথ যাত্রার শেষে নেই সাথে।


দুঃখ সহন শিখতেই হবে
ঝেড়ে ফেলে দিতে জানতেই হবে
নব এক পথ, চাইলে খুলবে
স্থায়ী স্থান পেলে দুঃখ সরবে।


সুখ আছে তাই দুঃখকে জানি
দুঃখ সহেই সুখের তরুণী
কোনটা যে আগে! প্রশ্ন তা নয়
প্রশ্নটা এক নিদেশেই রয়।


অন্তবিহীন ক্ষণ নিয়ে ধরা
ক্ষণের অভাবে কেউ কি বেচারা!
আমার তোমার সবার জন্য
প্রশমিত ক্ষণে ভরা অরণ্য।


ক্ষণ দুঃখের, ক্ষণ আনন্দের
এমন ভাবনা হবেই ভুলের
প্রশমিত ক্ষণ রূপ পেয়ে যায়
রূপের সৃষ্টি আমাদেরই দায়।


নিহিত কামনা বাসনার সাথে
মানুষের মন রূপকথা রথে
ঐশ্বর্য সুখ তাড়া করে ফেলি
ক্ষণ ধরে নেয় দুঃখের থালি।


দুঃখ এবং আনন্দ তান
যত প্রাণ আছে, সবার সমান
দেখা নয় শুধু দুটি চোখ দিয়ে
দেখতেই হবে মন সাথে নিয়ে।


সুখ দুঃখের যে বিশ্লেষণ
তাতে অন্তর নেই তো তেমন
ফারাক শুধুই উপলব্ধিতে
অনুভবগুলো বিভিন্ন মতে।


সুবীর সেনগুপ্ত