//সুখ আসলেই দুখ উঁকি দেয়//


বাড়ীর নিকট, গাছটা বিকট
ঘিরেই আছে ছায়ায়
গরম কালেও বাড়ী শীতল
মনকে ওড়াই হাওয়ায়।


যেই এলো শীত, চাই না ছায়া
আসুক ছুটে রোদ
বিকট গাছের বিকট পাতা
রোদের প্রতিরোধ।


সুখ আসলেই, দুখ উঁকি দেয়
এ যেন এক বিধি
সার্বিক সুখ কেউ কী পায়নি
সমাজে আজ অবধি!


চাই না দুঃখ, তাও পেয়ে যাই
বলব কী সৌভাগ্য!
সুখের বেলায় চেয়েও পাই না
কী যে কারণ যোগ্য!


বিধির বিধান রহস্যময়
কারণ খুঁজলে, ব্যর্থ
মেনে নিলেই বোধহয় শান্তি
ঘটবে না অনর্থ।


সুবীর সেনগুপ্ত