//সুখ দুঃখের মুল্যায়ন//


দুঃখ কী ধরে আনবেই সুখ!
সুখ কী পারবে দুঃখ তাড়াতে!
সুখ দুঃখের ক্ষমতা সীমিত
দুটোই কিন্তু জীবনের সাথে।


সুখ দুঃখের বাইরে বেরিয়ে
জীবন জানার একটা প্রয়াস
এই প্রয়াসের ফল অভিনব
সফল বিফল দুটোরই আভাস।


একটা ব্যাপার তবে মনে হয়
দুঃখ দিয়েই সুখ ঢেকে যায়
দুঃখ ঢাকতে সুখ অসফল
তবে কী দুঃখ বেশী ক্ষমতায়।


আনাগোনা চলে সুখ দুঃখের
কখনো দুটোর কোনোটাই নেই
তখন কী এই জীবন অচল
হয়না অচল, উদাসীন রয়।


সুখ দুঃখের দাম নিরূপণ
আছে নাকি এর কোনো প্রয়োজন
সুখ অতি দামী সকলেই জানে
দুঃখের দাম অতি সাধারণ।


যদি বলি সুখ দক্ষিণ মেরু
উত্তর মেরু হবেই দুঃখ
এত দূরত্বে থাকে বলেই কী
ধরতে পারে না একই কক্ষ।


সত্যেরই জয় এই পৃথিবীতে
যদিও তা আসে সময় কাটিয়ে
সুখ দুঃখকে নিয়ে যা সত্য
সব চেতনাতে আছেই ছড়িয়ে।


সুখ ও দুঃখ সততই সাথী
হয় সাথে এটা, নয় সাথে ওটা
কোনটার স্থিতিকাল হবে বেশী
দুঃখ জিতবে, সেটাই বার্তা।


সুখ আগমনে খুশী উচ্ছ্বাস
সুখ প্রস্থানে বিষণ্ণ শ্বাস
কী যে করা যায়, ভাবছি সেটাই
অয্থা ভাবছি ফেলে নিঃশ্বাস।


সোজাসুজি সুখ আসেনা শরীরে
সুখ উদ্ভাবন ঘটনাকে ঘিরে
বেশী বেশী আয় তেমনই ঘটনা
ঘটলেই, মন হয় ফুরফুরে।


সুবীর সেনগুপ্ত