//সুখ থাকে আড়ালেই//


শত শত মুখ দেখে
কত কত সুখ পাই
তার হিসেব কখনো কি করেছি!
ধন এলে অবিরত
হয় সুখে পরিণত
দেখে দেখে ক্লান্ত কি হয়েছি!


আগ্রহ বাড়ে যত
ঘন ঘন রাখি ব্রত
সুখ কি বৃদ্ধি হয় তারপরে!
আহার মনঃপুত
বেশী খেয়ে আপ্লুত
সেই খুশী থাকে নাকি শরীরে!


সুখ খুঁজি সুখ নাই
সুখ বুঝি ছলনাই
ছুঁয়ে ছুঁয়ে চলে যায় বারেবারে...
ধরতে গেলেই রোধ
ছুটে আসে শুধু ক্রোধ
জীবনের চলা হয় নড়বড়ে।


সুখের বদলে আসে
দুখ সহজেই পাশে
না করেও থাকলে আমন্ত্রণ...
এই কি নিয়ম নাকি
অজানা জানাই বাকি
বৃদ্ধি করব জ্ঞান করি পণ।


সুখ আছে আড়ালেই
নিয়মিত শুনি তাই
কীসের আড়ালে! কেউ বলে না...
নদীর ওপারে সুখ
নীতি বাণী ভরে বুক
শুনে যাই ওপারের কান্না।


সুবীর সেনগুপ্ত