//সুসংবদ্ধ ভাবনার জাল//


এতদিন গেল, গড়াও হলো না
সুসংবদ্ধ ভাবনার জাল
ছাড়া ছাড়া ভাব ছিটকে ছিটকে
হারিয়েও গেল, পেলাম না তাল।


ভাবনা ভাবনা ভাবনা ভাবনা
প্রত্যেক ক্ষণে কাটছি জাবনা
যেমনই থাকি-না, ভাবনা ছাড়ে না
জাল গড়লেও, সে জাল বাঁচে না।


শৃঙ্খলা আর সংযম চেয়ে
সক্রিয় ভাবনা আসেনি তো ধেয়ে
তাল কেটে গিয়ে মত্ত হয়েছে
জীবন চলছে অকারণ বেয়ে।


ভাবনা সুসংবদ্ধ না হলে
এগিয়ে চলায় বাধা দলে দলে
বাধা নিয়ে বাঁচা আকাশের তলে
ভাবনা যায় না হারিয়ে অতলে।


গালে হাত দিয়ে চিন্তায় ডুবে
মন হয়ে যায় ভাবুক নীরবে
ভাবনা সংখ্যা থাকেনা হিসাবে
তবুও ভাবনা জীবন স্বভাবে।


অগোছালো হয়ে যে থাকতে চায়
ভাবনা কি তার এলোমেলো হয়!
পরিপাটি হয়ে থাকলে কি পাব
সুসংবদ্ধ ভাবনার জয়!


ভাবনাকে নিয়ে কার কী যে খেলা!
আর সে খেলায় কে যে হয় সাথী!
সবই একান্তে নিজস্বতায়
চলতেই থাকে খেলা দিবারাতি।


সুবীর সেনগুপ্ত