//স্বাধীন মনের তাৎপর্য//


তোমার মন স্বাধীন
নও তো কারো অধীন
ইচ্ছে না হলে, তুমি যেও না...
না ভেবেই চলে যাবে
তারপরে বলে যাবে
'যাওয়ার তো ইচ্ছাই ছিল না'।


স্বাধীন এই যে মন
এক মতে তার পণ
এটাই মানতে, তুমি চাও না...
বলে যাবে এটা ওটা
করবে না তেমনটা
কি বোঝাতে চাও, জানা যায় না।


তোমার যে কথাগুলো
তা তো নয় অগোছালো
তোমার তো ভাবনাটা স্পষ্ট...
তোমার যে কাজগুলো
মনে হয় ভাঙা কুলো
এ কারণে সবই হয় নষ্ট।


ব্যাখ্যা কি করবেই
স্বাধীন যে মনটাই
পাল্টেও দেয় বলা করা...
এই সব কথা শুনে
আমি কিছু করি মানে
তোমার ভাবনা দিশাহারা।


তোমাকে বোঝাতে আমি
প্রয়াসের অনুগামী
স্বাধীন মনের তাৎপর্য...
তুমি ভাবো এটা জ্ঞান
চাও না দিতেও মান
আমার কথাকে করো অগ্রাহ্য।


তাও তো শান্ত থাকি
রাগ দূরে দূরে রাখি
এবং ভরাও মন খুশীতে...
বলি আমি, শুনে রাখো
তোমার এই মনটাতো
চায় নাকি বনচর হতে!


আমার এই কথায়
তুমি হাসো ঠাট্টায়
বলো, কেন প্রসঙ্গ পাল্টাও!
আমি বলি, তবে শোনো
দ্বন্দ সরবে, জেনো
পাল্টানো প্রসঙ্গ, মেনে নাও।


সুবীর সেনগুপ্ত