আমি যা গড়ছি, আমারই জন্য
সেটা যদি ভাঙি, কার কি বলার!
কি গড়ে তুলব, আমারই মত
ভাঙা-গড়া, লাভ-ক্ষতিও আমার|


জীবন একটা যেমন আমার
ঠিক তেমনই নয় কি তোমার!
স্বাধীনতা দুই জীবনে সমান
স্বাধীনতাই তো জীবনের সার|


নাও গড়ি যদি কিছুই কখনো
ভাঙার প্রশ্ন কি করে উঠবে!
এতে জুড়ে নেই আমার এ মন
যাতেই ভরব, তাতেই ভরবে|


এই যে একটা ভাঙা-গড়া খেলা
যদি বলি আমি খেলব না খেলা!
এতে কার ক্ষতি হবেই, বলোনা!
এ খেলাতে আমি ভাসাব না ভেলা|


এত সব ভাবি, তবুও তো গড়ি
চাই না তো আমি সৃজন ভাঙতে
কখনো সখনো, ভাঙতেও হয়
কেন ভাঙি! সেটা পারিনা বুঝতে|


সৃষ্টি কি হয় ধ্বংস হতেই!
এই ভাবনায় ছবি অস্পষ্ট
মানুষ গড়ছে, হচ্ছে ধ্বংস
কেন করে যাই ধ্বংসে কষ্ট!


সবাই গড়ছে, গড়েই চলেছে
সব সৃষ্টিকে রাখা যাবে নাকি!
নতুন গঠন চাইছে যে স্থান
দেওয়া যায় না যে নতুনকে ফাঁকি|

গড়লেই ভাঙে, ভাঙলেই গড়ে
প্রথমে কোনটা, কি হবেই জেনে!
ভাঙুক গড়ুক, চলুক জীবন
বাঁচুক পৃথিবী ভরে যাক প্রাণে|


স্বাধীনতা এই জীবনের সার