//স্বইচ্ছাই তো হলো আসল জীবন//


যে দূরে থাকতে চায়, থাকুক-না
যে কাছে আসতে চায়, আসুক-না
যে ভালোবাসতে চায়, বাসুক-না
আমার থাকা তো বদলে যাবে না।


যে দূরে থাকবে, দূরে থেকে যাবে
যে কাছে আসবে, কাছে এসে যাবে
যে ভালবাসবে, ভালবাসা পাবে
আমার তো দিনগুলো তেমনই কাটবে।


যে দূরে থাকল, দূরে থেকে গেল
যে কাছে আসলো, কাছে এসে গেল
যে ভালবাসলো, ভালবাসা পেল
জীবন যা চলছিল, চলতে থাকলো।


যে জানতে চায়, জেনেই নিক-না
যে মানতে চায়, মেনেই নিক-না
যে করতে চায়, করে ফেলুক-না
আমি তো করব না, যেটা ঠিক না।


যে রাখতে চায়, রেখেই দিক-না
যে ঢাকতে চায়, ঢেকেই দিক-না
যে বলতে চায়, বলেই দিক-না
সবকিছু দেখেশুনে মন নিক-না।


যে পড়তে চায়, পড়ে ফেলুক-না
যে লিখতে চায়, লিখে রাখুক-না
যে শিখতে চায়, বেশী শিখুক-না
আমি যা চাইনা, তা তো করব না।


মনোমত কাজ, সকলে করবে
এতে কারো আপত্তি, কেন আসবে!
কারো ব্যাঘাত হলে, সেই বলবে
স্বইচ্ছাতেই সব মন পাড়ি দেবে।


স্বইচ্ছাই তো হলো আসল জীবন
পর এর ইচ্ছা, সে তো হবে পরধন
এমন ধনের কেন করাই স্মরণ!
স্বইচ্ছাই দেখুক স্নিগ্ধ তপন।


সুবীর সেনগুপ্ত