//স্বনির্ভর পৃথিবী//


পৃথিবীটা কেন সুন্দর বলা হয়!
কী সেই যুক্তি! সেটাই জানতে চাই
কারা বলে এই পৃথিবীটা সুন্দর!
মানুষ ছাড়া কি আর কেউ বলে ভাই!


বলা তো শুধুই মানুষের ক্ষমতায়
আর কোনো প্রাণ বলতেই পারে না
তাদের ভাবনা জানার উপায় নেই
উপভোগ ছাড়া আর কিছু করে না।


পৃথিবী কেমন, সেটা জানে পৃথিবী
মানুষের ভালো লাগে তাই বলে ভালো
ভালো বললেও পৃথিবী বদলে যায় না
না হয় পৃথিবী নব কোনো চোখে কালো।


সুন্দর বলে, করি পৃথিবীর সন্মান
এই গুনবাদে পৃথিবী হয় না বিহ্বল
নিরপেক্ষতা পৃথিবীর বড় গুণ
এই গুণ নিয়ে পৃথিনীও অবিচল।


পৃথিবী করে না নির্ভর কারো উপরে
প্রাণ বেঁচে আছে এই পৃথিবীকে ধরে
প্রাণ নির্ভর এই পৃথিবীর সাধনে
তাই কি মানুষ বলে 'সুন্দর' অঝোরে।


বাধা নেই কিছু, বলতে পৃথিবী 'সুন্দর'
সুন্দর বলা মানেই তো মন ঝরঝর
বলি কি আমরা গভীর ভাবনা থেকে!
শুধু কি বলার জন্যই বলি তৎপর!


বলি সুন্দর, করে যাই অবহেলা
ক্ষতি করে যাই, করি স্বার্থের খেলা
কথার প্রকাশ মানে না তো মর্মার্থ
এই বেলা যেটা বলি, ভুলি ওই বেলা।


সুবীর সেনগুপ্ত