//স্বস্তির ছবি//


যে জন আমার ডাক পেতে চায়
তাঁকে ডেকে নিই সময় মতন
সেও এসে যায় আমার পাশে
শুরু হয়ে যায় কথোপকথন।


আমি সাড়া দিই তাঁর ডাক এলে
তাড়া যদি থাকে, বলি স্বর তুলে
সেও বুঝে যায়, আমি থাকি কাজে
যাই তাঁর পাশে, কাজ শেষ হলে।


তাঁর ও আমার মন গেছে জুড়ে
বুঝতেই পারি আছি এক স্তরে
এক হৃদয় থেকে আর এক হৃদয়ে
তরঙ্গ রেখা ঘোরা ফেরা করে।


মিল আছে, তাই মিল খুঁজে পাই
কথা কাটাকাটি হয় না মোটেই
বিশ্বাস থেকে, আশ্বাসের ব্যাপ্তি
বিস্তৃতি পেয়ে নাচে থৈ থৈ।


পরস্পরের ভালো লাগা নিয়ে
স্বস্তির ছবি হৃদয়ের নায়ে
এরকম পাওয়া বহুমূল্যের
যা কেনা যায় না কোনো ধন দিয়ে।


সে আমার হয়েছে নিত্য সাথী
স্বভাবতই আমি তাঁর পাশে
অথৈ শান্তি নিয়েই জীবন
অনন্ত সুখ আজ বিশ্বাসে।


সুবীর সেনগুপ্ত