//তা বলে কি অকারণে ব্যস্ত হবেই//


জল দাও, সার দাও
দাও দাও, দিয়ে যাও...
আজ দাও, কাল দাও
সময় পেলেই দাও...
অবসর হলে দাও
সময় কাটাতে দাও...
বাহানা বানাতে দাও
দুঃখ সরাতে দাও...
সূর্য উঠলে দাও
ডুবলে তখন দাও...
ঘুমের ব্যাঘাতে দাও
খেয়াল হলেও দাও..
খুব আনন্দে দাও
বিষাদ মেটাতে দাও...
অথিতি তাড়াতে দাও
বন্ধু বানাতে দাও...
ভেজা মাটি, তাও দাও
শুষ্কতে বেশী দাও...
কারণবিহীণ দাও
কারণ জড়িয়ে দাও...


বাড়ীতে লাগানো গাছ
নিজ নিজ শখে কাজ
যত্নের বাধ্যতা থাকবেই
তা বলে কি অকারণে ব্যস্ত হবেই!


সুবীর সেনগুপ্ত