//তান নিয়ে প্রাণ//


তান কত ছিল তা না জানলেও
জানা ছিল তান আছে
তাই ছুটে গিয়ে শুনেওছিলাম
মন উঠেছিল নেচে।


কোন তান ছিল, যা জাগিয়েছিল
মনের ভিতরে ছন্দ
ছিল নাকি তান যান-বাহনের!
নাকি কোলাহল শব্দ!


গড়ে উঠবেই তান ও নিনাদ
কর্মক্ষেত্রে রাস্তায়
তান থেকে নেই বাদ কোনো স্থান
সমাজ যে তানই চায়।


এ-তান চাই না, ও-তান চাই না
শুনে থাকি আকছার
এ-তান ও-তান পরে গড়ে ফেলি
এ কী নয় লজ্জার!


কখনো হচ্ছে তান আদরের
কখনো তান বিরক্তি
তান প্রয়োজন, অপ্রয়োজন
কেন যে হয় কটূক্তি!


তান করে দান, কে পেয়েছে মান!
এ কী যথার্থ প্রশ্ন!
হয় যথার্থ, কিংবা তা নয়
কখনো তানই রত্ন।


সংগীতে তান যখনই উঠল
মানুষ ছুটল শুনতে
পা'য়ে পা'য়ে যত ঘুঙুরের তান
শুনেই মন তৃপ্তিতে।


পুজো-পার্বণ কত উৎসব
সবেতেই তান চাই
মরণের পরে হরিবোল তান
লজ্জা কী পায় ছাই!


সুবীর সেনগুপ্ত