দাবী নেই কোনো
তাই তো ধরাও যায় না
অভাব বোঝে না
তাই বিচলিত হয় না।


কম কম চায়
তাই পেয়ে যায় সব
যেটুকু পায় না
সেটা নিয়ে নেই ক্ষোভ।


আদেশ করে না
যা সম্ভব করে যায়
নাগালে না পেলে
কাজ থেকে দূরে যায়।


ভুল হয়ে গেলে
মাশুল দেওয়ায় মগ্ন
নিজে সাজা নেয়
হয় না তো বিষণ্ন।


অধিকার নিয়ে
নয় সে ব্যস্ত জীবনে
তবু ব্যস্ততা
শুধুই কাজের আসনে।


কাজ কাজ কাজ
করে সে তো খুশী হয়
কাজ না থাকলে
বার বার খুঁজে যায়।


তাকে দেখে বুঝি
সে তো আছে সদানন্দে
আমিও চাইছি
চলতেও তার ছন্দে।


বুঝতে পারছি
তার মত চলা শক্ত
প্রয়াস করছি
না হয়ে আমি বিরক্ত।


কঠিন প্রয়াস
সঁপেছি আমার মন
কাজকে করেছি
আমার বৃন্দাবন।


এখন বুঝেছি
এ কাজ কঠিন নয়
পুরো সফলতা
না পেয়েও পাই জয়।


তার মত চলে
মনটা অচঞ্চল
ভাবি এটাই কি
সুখের গোপন বল।