//তাহলে সারাংশ কী! মনকে দিও না ফাঁকি।


কথা কম, কাজ বেশী
শুনছি অহর্নিশি...
এ যদি না মানি, তবে
বিকল্প কিছু কী হবে!
বিকল্প হতে পারে
শব্দকে নেড়েচেড়ে...
সেটাই লিখতে চাই
বুঝতে চাই লিখেই...
কথা কম, কাজ কম
কে করবে হরদম!
হতে কী পারে না তাই!
নিষেধ কোথাও নেই...
কথা আর কাজ নিয়ে
জীবন চলছে ধেয়ে...
সত্যি কী তাই নাকি!
হলেও তো থাকে বাকী...
নীরবে কী কাজ হয়!
হয়ত তা বলা যায়...
সবার অভিজ্ঞতা
দিয়ে দেবে মান্যতা...
আর কলরবে কাজ
সব কী ভুলের সাজ!
কলরবে কাজে ভুল
ভাবনাও অনুকূল...
কথা কাজ মাপা হবে
কিন্তু হবে কী ভাবে!
তা তো কেউ বলছে না
আসলে তা নেই জানা...
তবুও প্রয়াস করি
ফল প্রেরণাতে ধরি...
আমার এই প্রয়াস
শুধুই আমার দাস...
দাস কেন! ভাবছ কী!
প্রয়াস ইচ্ছাতে রাখি...
কম কথা দেয় খুশী!
বলে নাকি প্রতিবেশী!
এ কথা সত্য হলে
হোকনা প্রচার দলে...
প্রচার, তা যাই হোক
মানছে না সব লোক...
বেশী কথা, তা তো ভালো
নাকি কম কাজে আলো!...
তবে কী খারাপ নেই!
তাও আছে, থাকবেই...
কাজ আর কথা দুটি
এর থেকে নেই ছুটি...
বেশী কম সব হবে
মনমতো হয়ে যাবে...
সংজ্ঞা কোথাও নেই
থাকবে কী করে ভাই!
সংজ্ঞা তো কামনাতে
যা ইচ্ছে তাই পাতে...
তাহলে সারাংশ কী!
মনকে দিও না ফাঁকি...
যা লিখেছি, মানছি
দিন পার করছি।


সুবীর সেনগুপ্ত