//টাকা নেই, ভালবাসা নেই//


টাকা নেই, ভালো বাড়ী নেই
বাড়ী নেই, ভালবাসা নেই
খুঁজি ভালবাসা, পাই কই
ভালবেসে খুঁজি টাকাকেই।


টাকা আছে, ভালো বাড়ী আছে
বাড়ী আছে, ভালবাসা কাছে
দুটো পেয়ে আমি খুশী হই
টাকা নিয়ে ভালবাসা নাচে।


ভালবাসা কেন টাকা চায়!
টাকা দেখলেই, কাছে আসে
আমি ভালবাসা লুফে নিই
ভালবাসা থাকে পাশে পাশে।


টাকা যদি কিছু কমে যায়
ভালবাসা হয় উষ্মান্বিত
ধীরে ধীরে যায় দূরত্বে
কী করি কী করি! জানিনা তো।


ভালবাসা টাকা দিয়ে ঢাকা
ঢাকা উড়ে গেলে, বাড়ী খালি
ঢাকনাকে ধরে রাখতে চাই
সব প্রয়াসেই গুড়ে বালি।


টাকাহীন, ভালবাসা লীন
আসলে তখন আমি দীন
দীন এর ভাগ্যে ঝরা ফুল
তাই তুলি এক দুই তিন।


সুবীর সেনগুপ্ত