টাকা দেখিও না, আমারও তো আছে
টাকার কি রূপ, আমিও তো জানি
দুই পাঁচ দশ, বিশ পঞ্চাশ
একশ পাঁচশ হাজারও তো চিনি|


টাকার তাপেই তুমি তো গরম
আমিও গরম পয়সার ভরে
ফারাক কোথায়, নয় বোধগম্য
বুদ্ধি কি কম! সেটা হতে পারে|


চারিদিকে শুধু টাকাই উড়ছে
তাই শুনে যাই সব মুখে মুখে
ধরতে পারিনা, আমি একা নই
আমার মতন আছেও অনেকে|


যারা এই দলে আমার মতন
ওড়া টাকা ধরা শিখতে পারিনি
তাই অসফল এই কাজটাতে
কিন্তু আমরা ধার তো করিনি|


ধরতে পারিনা ওড়া টাকাগুলো
তাহলেও আছে আমাদের টাকা
তাতে প্রাচুর্য্য হয়ত বা নেই
আছে আনন্দ, কাঁচা নয় পাকা|


ওড়া টাকা ধরে আসে না শান্তি
বুঝেছি আমরা, তোমরা বোঝোনি
পরিমিত টাকা আনছেও সুখ
সে সুখের ধারা থমকে যায়নি|


তোমাদের সাথে তুলনা হয়না
আমরা চাইনা তুলনায় যেতে
ওড়া টাকা নিয়ে তোমাদের সুখ
আমরা অল্পে আছি সুখে মেতে|


টাকা শরীরের অঙ্গ তো নয়
জীবনের এক অঙ্গ কি নয়!
তোমরা চাইছ, আমরাও চাই
তফাৎ তো শুধু আয়ের উপায়|


বেশী আয় হোক, চায় তো সবাই
বেশীর মানে কি! সে তো জানা নেই
শুধু টাকা দিয়ে আসবে কি সুখ!
তা তো হবেই না, আমি ভাবি তাই|


টাকা নিয়ে আর কাটাকাটি নয়
সবার ঝোলাই ভরুক টাকায়
কারো ছোট নোট, কারো বড় বড়
যার যা বরাত এই দুনিয়ায়|