//তান ও ধর্ম নয় বিচ্ছিন্ন//


কাঁসর ঘন্টা রোজ ধ্বনি তোলে মন্দিরে
ধ্বনি শুনে শুনে উৎফুল্লতা প্রাণ ভরে
ক্ষুধা ও তৃষ্ণা পারেনা মেটাতে ধ্বনি
না এই ধ্বনি করা যায় কানাকানি।


রহস্যপূর্ণ সেই শক্তির আরাধনা
আরম্ভ হয়েছে, অন্ত কখনো হবে না
এই আরাধনা ভিন্ন ভিন্ন প্রকারে
গড়েও তুলেছি ধর্ম ধরার পরিসরে।


নানান ধ্বনিতে নানান ধর্ম ডুবেছে
কোন ধর্মের নাম নীরবতা হয়েছে!
মানুষের চাওয়া তান আর শুধু তান
যাই ঘটুক-না তান পাচ্ছেই সন্মান।


তান না ধর্ম, কোন বিষয় এই লেখাতে!
তান ও ধর্ম মিলেছে মিশেছে অবাধে
জীবন মিশেছে দুটোতে অষ্টে পৃষ্টে
যেন তাই ছিল জীবনের অদৃষ্টে।


মানুষের চাওয়া নেই স্থিরতার মাঝে
ভিন্নতা নিয়ে মানুষ সমাজে বিরাজে
যা কিছু সৃষ্টি বিধাতার, তাই অনন্য
মানুষের যা যা সৃষ্টি সুখেরই জন্য।


শুধু সুখ নয়, স্বার্থ বাঁচাতে সৃষ্টি
কিছু সৃষ্টি কী বলা যায় অনাসৃষ্টি!
সৃষ্টির থেকে ভালো-মন্দ পেয়ে যাই
সৃষ্টি পায়না প্রতিরোধ সেই কারণেই।


কেউ বলবে না ধর্ম সৃষ্টি অমঙ্গল
তাতে তান জুড়ে ধর্ম প্রচার হয় সফল
ধর্মের ধারা হয় প্রবাহিত সরবে
ঘন্টার ধ্বনি তাও থেকে যাবে গরবে।


সুবীর সেনগুপ্ত