স্বপ্নে যা দেখি, সে তো চোখ দিয়ে দেখি না
তাই তো স্বপ্নে, করতে পারিনা বিশ্বাস
স্বপ্নে যা দেখি, ইচ্ছাতে সে তো হয় না
আর সেই কারণে, হয় না শংকা, উচ্ছ্বাস।


স্বপ্নের সাথে, মিল যে খায় না বাস্তব
টুকরো টুকরো, হয়ত বা মিল খায়
তাতে বিশ্বাস, করার কারণ নেই
নিশীথে স্বপ্ন, দিবসে মিলিয়ে যায়।


স্বপ্নে যা আসে, বেশীটাই আজগুবী
কল্পনা করা, তার থেকে ভালো সময়ে
দেখব ভাবলে, দেখা যাবে নাকি স্বপ্ন!
কদাচিৎ দেয়, স্বপ্ন হাসিতে ভরিয়ে।


স্বপ্ন দেখিনা, কাজে মশগুল হয়ে
দেখিনা স্বপ্ন,বলতে বলতে কথা
কেউ কেউ বলে, দেখা যায় দিবা স্বপ্ন
সে তো কল্পনা, আর জল্পনা খাতা।


স্বপ্নকে নিয়ে, চলেছেও গবেষণা
নানান ব্যাখ্যা, নানান প্রান্ত থেকে
প্রমাণ-রহিত, এ সব বিশ্লেষণ
হারিয়েও যায়, না ভেবেই এঁকে বেঁকে।


স্বপ্ন আমায়, প্রতিদিন দেয় দেখা
তাও তো স্বপ্ন, স্মৃতির মাঝেতে নেই
পুরনো স্বপ্ন, নিয়ে ভাবে না তো মন
টাটকা স্বপ্ন, কিছু সময়ের জন্যই।


অনেক শুনেছি, স্বপ্ন দিয়েছে লক্ষ্য
তেমন লক্ষ্য, আমার ভাগ্যে আসেনি
আসেনি বলেই, বিশ্বাস নড়বড়
অন্যের বিশ্বাসে, আমি বাধা দিইনি।


সপ্নে কামনা, বাসনাও উপভোগ্য
সেই উপভোগ, স্বপ্নেই শুধু হয়
বাস্তবে তার, রেশ নিয়ে হয় তর্ক
কিন্তু সেটাই, থেকে যায় কামনায়।


ঘুমের মধ্যে, স্বপ্ন কখন আসবে!
মনে হয়, সেটা জানা সম্ভব আজ
সেটা জানলেও, জানিনা স্বপ্ন গঠন
স্বপ্ন এখনো, আড়ালেই করে রাজ।