//তীর ছোঁড়া খেলা//

ধীর নই, তাই নিশানা হারায় তীর
তাও ছুঁড়ে দিই, অধীর জড়ানো তীর।

বারবার কেন, অনর্থক এই চেষ্টা!
এমন ধারাতে, চলছে যে এই দেশটা।

ছুঁড়তেই হবে, এক তীর ক্ষণে ক্ষণে
তবেই সফল, জীবনের সব মানে।

ধনুক ছাড়াই, তীর ছুটে যায় লক্ষ্যে
যাঁরা ধীর, তাঁরা যায় সফলের কক্ষে।

কেউ তাক করে, ছোঁড়াতেই হয় মত্ত
কেউ ছুঁড়ে দেয়, না মেনেই কোনো শর্ত।

তীর অগণিত, অভাব কারোর নেই
ইচ্ছা মতন, ছুঁড়েই দিচ্ছে তাই।

তীর ছুটে যায়, নিশানা লক্ষ্যভ্রষ্ট
একটা দুটোই, লাগে নিশানায় স্পষ্ট।

রকমারি তীর, নিয়েই এই সমাজ
ছোট আর বড়, ভারী ও হালকা সাজ।

তীর ছোঁড়া খেলা, চলতে থাকেই জীবনে
লেগে গেলে হাসি, নইলে রোদন পরানে।

এ খেলা থামাতে, লাগে না কিছুই অন্তে
খেলা থেমে যায়, জীবন এলেই প্রান্তে।

সুবীর সেনগুপ্ত