//থামবে না শুধু বিধির বিধান//


থেমে যাওয়া কেউ থামাতে পারেনি
থেমে গেলে কেউ চালাতে পারেনি
থেমে যাওয়া তবে অপ্রতিম নাকি!
এমন ভাবনা ছাড়তে পারিনি।


দম দেওয়া এক পুতুল তো নয়
থেমে গেলে, জানি দম দিতে হয়
উপমাতে আনি মানুষ পুতুল
উপমায় রঙ ফিকে হয়ে যায়।


থেমে যায় গাড়ী, থামাই যন্ত্র
জীবনে চলায় থামাই মন্ত্র
কাজ না থাকলে স্বস্তি কোথায়!
ঘুমে মন থামে, নয় ষড়যন্ত্র।


দুঃখ থামছে, থামছেও সুখ
সবই স্বীকার্য, হই না তো মূক
গড়িয়ে গড়িয়ে জল থেমে যায়
জ্ঞান থেমে গেলে হওয়া উৎসুক।


বৃষ্টি পড়ছে মুষলধারায়
বৃষ্টি থামছে, দৃষ্টি টানছে
মানুষের নেই এতে কোনো হাত
অনেক কিছুই থামালে থামছে।


চাষীরা থামছে বীজ রোপন করে
জাবর কাটছে, থেমে গরু ঘরে
একটানা কাজ আছে প্রয়োজন
সেই কাজও থেমে যায় বারেবারে।


ঘূর্ণনশীল পৃথিবী থামলে
চালানো যাবে না শত কৌশলে
থাকবে না কোনো কারণ, বাহানা
বিধির বিধান মানব সকলে।


চিরতরে থেমে যাবে সব প্রাণ
এ কথা বলতে লাগে না প্রমাণ
সব থেমে যায়, সব থেমে যাবে
থামবে না শুধু বিধির বিধান।


সুবীর সেনগুপ্ত