//ঠেলা যায় নাকি ধারণাকে বহু দূরে!//


নজর ছিল না, এ কথা যেমন সত্য
তেমনই সত্য, আজ তোমাকেই চাই
আগের সত্য পাবে কী বেশী গুরুত্ব!
তোমাকে চাওয়া কী অকারণ ভরা ছাই!


যখন ছিল না নজর, কেন তা ছিল না!
আজকে চাইছি, সেটাই বা কী কারণে!
হতে পারে নাকি দুদিনের একই ধারণা!
পারে বলেই তো ভাব বদলায় মননে।


যা লাগেনি ভালো সেদিন একটা সময়ে
তাই লেগে গেলো ভালো আজকে নিশীথে
তোমারও ধারণা পাল্টে যায় না নাকি!
ধারণা যে বদলে যাবে হবেই তা মানতে।


নিমেষের তরে দেখেও ধারণা গড়েছি
ধারণা গড়েছি খুঁটিনাটি সব দেখেও
দুই ধারণার ভিতরে কী কী তফাৎ!
তফাৎ খুঁজে কী ধারণাকে দূরে ঠেলছি!


কত কত ধারণাই করে যাই প্রতিদিন
দিন শেষে সব নিজেরই থাকে না মনে
কোনো কোনো ধারণাও হয় গুরুত্বপূর্ণ
ধারণার সাথে ছুটি কল্পনা অরণ্যে।


ধারণাকে পেতে করতে হয় না ঋণ
দিতেও হয় না কোনরকমের মূল্য
স্বাধীন মনের মধ্যে স্বাধীন ধারণা
অনেক ধারণা করেও মন প্রফুল্ল।


ধারণার ফল হতে পারে ভয়ানক
আর কোনোটার থেকে এসে যায় খ্যাতি
কী ভাবে বুঝব কীসে যে করব ধারণা!
নাকি জ্বালাব না ধারণার কোনো বাতি!


ধারণার থেকে যদি থাকি বহু দূরে
তবে কী জীবন চলায় পাবে না গতি!
এর উত্তরে করতেই হবে ধারণা
ধারণা বোধহয় জীবনের এক সাথী!


সুবীর সেনগুপ্ত