ঠিক ও ভুলের সঙ্গত উপলব্ধি।
।।সুবীর সেনগুপ্ত।।


আমি যা করছি, ঠিক ভেবেই তো করছি
তুমি যা করছ, তাও ঠিক ভেবে করছ
সবাই যা করে, ঠিক ভেবেই তো করে
তাহলে পৃথিবী, কি করে যে ভুলে ভরে!


'যে কাজ কঠিন, সেগুলোতে ভুল হয়'
এই আখ্যান, মেনে নিলে সেটা ভুল হয়
শেখার পরেই, কোনো এক কাজ ধরি
কে দেবে বলোতো, অজানার পথে পাড়ি!


কষ্ট জেনেও, লোক যায় অভিযানে
কিছু মানুষকে, এই কাজ খুব টানে
এমন কাজের, ভুলে কারো ক্ষতি নেই
এই ভুল পরে, অন্যের কাজে লাগবেই।


কাজে ভুল নিয়ে, কি যে লাভ গিয়ে চিন্তায়!
আসলে তো ভুল, না হলেই মন ভাবনায়
একটু আধটু, ভুল হওয়াই তো স্বাভাবিক
সে ভুল দেখায় ঠিক পথ, কাজ নির্ভীক।


আমার ভাবনা, কাজে ভুল নিয়ে নয়
আমার ভাবনা, অনুচিৎ কাজে জড়ানোয়
অনুচিৎ কাজই, ভুল বলে পরিচিত
সব্বার আছে, এ ভুলের সাথে পরিচয়।


যে কাজ না করা, সেই কাজ যদি করলে
নিশ্চিত করে, পৃথিবীতে ভুল ভরলে
কাজে ভুল, আর ভুল কাজ হলো ভিন্ন
ভুল কাজ করে, পৃথিবী হবে না ধন্য


ঠিক কাজ নিয়ে, ছোট ছোট ভুল মাফ
ভুল কাজ নিয়ে, ঠিক করলেও শাপ
ঠিক ও ভুলের, অনুভূতিটাই মুখ্য
ভুলে ভরা হলে, পৃথিবীতে শুধু দুঃখ।