ঠিক ততবার...
               ।।সুবীর সেনগুপ্ত।।


ঠিক ততবার, মেনে নেওয়া দাবী
যতবার করে, খাওয়া নয় খাবি।


ঠিক ততবার, করা কারবার
যতবার করে, সুখী সংসার।


ঠিক ততবার, জানাজানি হবে
যতবার, গোপনীয়তা খুলবে।


ঠিক ততবার, গেয়ে ওঠা গান
যতবার মনে, আনন্দ তান।


ঠিক ততবার, মন্দের ভালো
যতবার হলে, জ্বলে ওঠে আলো।


ঠিক ততবার, করো whatsapp
যতবার নয়, খবর প্রলাপ।


ঠিক ততবার, সজ্ঞানে লেখা
যতবার লেখা, কামনার পাখা।


ঠিক ততবার, করার চেষ্টা
যতবার থাকে, কাজেতে নিষ্টা।


ঠিক ততবার, ক্রোধ ভরা মনে
যতবার করা, রোধ অপমানে।


ঠিক ততবার, মেনে নেওয়া দোষ
যতবার ভুল, করে আপসোস।


ঠিক ততবার, কাছে এনে রাখা
যতবার, বিনাকারণেই বকা।


ঠিক ততবার, মানব তোমায়
যতবার প্রাণ, তোমার কথায়।


ঠিক ততবার, দুঃখে জড়াবো
যতবার সুখ, দূরে ঠেলে দেবো।


ঠিক ততবার, কাজ শিখে নেওয়া
যতবার কাজ, করে আসে ধাওয়া।


ঠিক ততবার, আহারে বসবো
যতবার ক্ষিধে, দেহেতে ধরব।


ঠিক ততবার, গেঁথে নেব মালা
যতবার হবে, পরাতেই মালা।


ঠিক ততবার, তোমাকে জড়ানো
যতবার তুমি, মন দিয়ে টানো।


ঠিক ততবার, লিখব কবিতা
যতবার মনে, খেলা করে কথা।


ঠিক ততবার, সাড়া দেবো ডাকে
যতবার ডাকে, মধু মাখা থাকে।


ঠিক ততবার, ভালবাসা নয়
যতবার খুশী, ততবার হয়।


ঠিক ততবার, সব কিছু ঠিক ঠিক
করতে গেলেই, হারিয়েও ফেলি দিক।