ঠিক কতটুকু...
       ।।সুবীর সেনগুপ্ত।।


ঠিক ততটুকু বললেই হয়
যতটুকু বলে খুলবে বিষয়।
ঠিক কতটুকু, বলা একবার
পুনরাবৃত্তি, চেয়েই নেবার।
ঠিক ততটুকু সীমানায় ঝড়
যতটুকু হলে, দেশ তৎপর।
ঠিক ততটুকু, ঝগড়া ও ঝাঁটি
যতটুকু করে, বোঝা যায় খাঁটি
ঠিক ততটুকু, আগাম জানানো
যতটুকু দিয়ে, মনকে জাগানো।
ঠিক ততটুকু, দিতে হবে গালি
যতটুকু পেয়ে, ভরে যাবে থালি।
ঠিক ততটুকু, আচার ও বিচার
যতটুকু করে, থামা দরকার।
ঠিক ততটুকু, চোখে চোখ রাখা
যতটুকু রেখে, দেখা নয় বাঁকা।
ঠিক ততটুকু, ভাবনা কি হয়!
যতটুক ভেবে, ভাবনা হারায়।
ঠিক ততটুকু, স্বপন হয় না
যতটুকু দেখে, আর মন চায় না।
ঠিক ততটুকু, যাত্রার পথ
যতটুকু যাব, করেছি শপথ।
ঠিক ততটুকু, মেলা আর মেশা
যতটুকু করে, হয় না তা নেশা।
ঠিক ততটুকু, নিষেধ বারণ
যতটুকু করে, বাঁচবে কারণ।
ঠিক ততটুকু, কথা বিনিময়
যতটুকু কথা, হাসিতে ভাসায়।
ঠিক ততটুকু, করে অভিমান
যতটুকু করে, ফিরে আসে তান।
ঠিক ততটুকু, করে ফেলা রাগ
যতটুকু করে, মুছে যায় দাগ।
ঠিক ততটুকু, হওয়া অসহায়
যতটুকু হয়ে, সাহস জাগায়।
ঠিক ততটুকু, ভালবাসা চাই
যতটুকু হলে, প্রতিদিন পাই।
ঠিক ততটুকু, লিখতে পারি না
যতটুকু লিখে, থামতে চাই না।
ঠিক ততটুকু, সব কিছু হোক
যতটুকু হলে, করা যায় ভোগ।