//তিনটেই পথ আছে//

থাকবে অনেক কিছু
থাকবে কিছুই নয়
থাকবে যা যথাযথ প্রয়োজন...
তিনটেই পথ আছে
তোমার আমার কাছে
কোনটাকে করা যায় যে বরণ!

আসলে কি তিন পথ!
তাই তো আমার মত
তোমারও কি এই মত, দেবে সায়!
তিন পথ মেনে নিলে
সকলেই এক দলে
তারপরে দেখা যাবে কে কি চায়।

কার কোন পথ চাই
কোথায় নেবে সে ঠাঁই
তার বিচারেই সেটা হবে ঠিক...
কেউ গলাবে না নাক
না কেউ শুনবে ডাক
পচ্ছন্দমতো সেই বেছে নিক।

প্রথম যে পথ, তাতে
হবে ভীড় দিনে রাতে
করা যায় সহজেই অনুমান...
এ পথে অধিক সুখ
সব বেশী, নেই দুঃখিত
এই পথে এগলেই ধনবান।

যে পথে কিছুই নেই
সেটা খালি থাকবেই
কেউ কি নিঃস্ব হতে চাইবে!
এই পথ অভিশাপ
বেঁচে থাকাটাই পাপ
এই পথে দুর্দশা আসবে।

আসা যাক শেষ পথে
সেটা যথাযথ রথে
সেই পথে হবে নাকি খুব ভীড়!
ভীড় কিনা জানিনা
এই পথ ছাড়িনা
এই পথ ধরে পাওয়া যায় তীর।

সুবীর সেনগুপ্ত