যে মাথায় তেল, সে মাথায় ঢালো আরো তেল
শুকনো যে মাথা, সেখানে ফাটাও শক্ত বেল|


তেল ভরা মাথা থাকে যদি খুব চপচপে
তখন দেখবে কালো টাকা খুব ধবধবে|


জীবন চলার রীতি নীতি খুব সাধাসিধা
তদ্বির করে চললেই পাবে গাদাগাদা|


প্রতিবাদ করে কে হয়েছে রাজা, জানো কি!
প্রতিবাদ করে ডুবেছে অনেকে, মানো কি!


যে মাথাটা থাকে শুকনো, সেখানে মুশকিল
সে মাথায় তেল পড়লেই, খুলে যাবে খিল|


দমবাজি আর ফাঁকিতে জীবন মসৃন
সাধুবাদ আর প্রতিবাদে এই জীবনে ঋণ|


মন্ত্রণা আর উপদেশ হলো সংবাদ
মেনে চললেই, বেড়ে যাবে ঘাত-প্রতিঘাত|


কেউ নয় কারো জন্য, এটাই বাস্তব
কেউ করে কারো জন্য, সেটাও সম্ভব|


প্রতি ঘরে আছে এক প্রবঞ্চক, নিশ্চিত
প্রকাশ হয় না, প্রকাশ করাও না উচিত|


যে স্থানেই থাকি, খেয়ে পড়ে বাঁচা দরকার
এ তো প্রযোজ্য, যত প্রাণ আছে সব্বার|


ঘুরেছি অনেক শহর গ্রাম আর দেশ
সবখানে সেই ঐতিহ্যের সমাবেশ|


পরিতুষ্টতা মিশে গেছে সব জীবনে
এটা না শিখলে, থাকবে না জীবনের মানে|