নীরব সাক্ষী হয়ে আছ
পৃথিবীতে
সহে যাও কত পীড়ন
উৎপীড়ন
জড় হয়েও তো গতির
উৎস তুমি
অচল, তবুও সচল
করো ভুবন।


দুঃখ ব্যাথায় কাঁদে না
তোমার মন
ঝরে না অশ্রু, হলেও
অনেক কষ্ট
তোমার অভাবে আমরা
সবাই স্তব্ধ
ব্যবহৃত হও নিত্যনিয়ত
প্রতিক্ষণ।


নানান নামে তোমার
পরিচয়
নব নব সাজে সাজো তুমি
বারবার
প্রয়োজন শেষে ফিরে আস
আদিরূপে
প্রগতিতে আছে তোমার দান
অপার।


গল্প-গাথায় হয়েছে তোমার
অবস্থান
সাহিত্যিকের ভাবনাতে
আছ তুমি
মরণের পরে তোমারই
উপর দিয়ে
ছেড়ে চলে যাই প্রিয়
এ জন্মভূমি


তুমি পথ, আছ কত নামে
পৃথিবীতে
তুমি আছ, তাই ছোট্ট হয়েছে
পৃথিবী
এই প্রয়োজন তোমার আমার
সকলের
যেই হোক তা সে বুদ্ধু কিংবা
বুদ্ধিজীবী।