//তোমার মতন//


তোমার মতন লিখতে কোথায় পারছি!
তোমার মতন লিখতে গিয়েই হারছি।


তোমার মতন হাতের লেখাও পাইনি
নিজের লেখা পড়ার কষ্ট যায়নি।


তোমার মতন সংগীতে নেই সুর
আসলে তো গাওয়ার প্রশ্ন দূর।


তোমার মতন দিতেও পারার ইচ্ছে
হৃদয় থেকে তেমন কি সায় আসছে!


তোমার মতন শান্ত হওয়ার চেষ্টা
হতে গিয়েই হারিয়ে যাচ্ছে নিষ্ঠা।


তোমার মতন একাগ্রতায় মন নেই
চঞ্চলতায় হারিয়ে যাচ্ছে কর্মে খেই।


তোমার মতন সহিষ্ণুতাও চেয়েছি
অমর্ষতাই জীবন ভরে পেয়েছি।


তোমার মতন ধৈর্য আমার নেই
প্রয়াস করেও ফুল ফোটেনি তাই।


তোমার মতন ভক্তিও আমি পাইনি
মম চিন্তায় মন্দির কভু আসেনি।


তোমার মতন কর্মে হইনা মগ্ন
চপল আমি, কর্ম হয়না রত্ন।


তোমার মতন পারি কি কলহ থামাতে!
পারলে কী আর প্রশ্ন উঠত লেখাতে!


তোমার মতন নিশীথে স্বপ্ন দেখি না
দিবা স্বপনেই ডুবে আছি আমি, জানো-না!


তোমার মতন ভালবাসতে কি পারি!
তাতেও কিন্তু ভাটার দিকটা ভারী।


তোমার মতন আমারও একটি মন
এইখানে নেই বিভেদের কোনো ক্ষণ।


তোমার মতন কেন যে হতে চাইছি!
তুমি যে আমার প্রাণের প্রতীক, মেনেছি।


সুবীর সেনগুপ্ত