তোমার অশ্রু ধারা না থাকুক, চাই
কি করে মোছাবো বলো, রুমাল যে নেই
কপোলে অশ্রু ধারা অপূর্ব ছবি
কারণ তো খুঁজব না, সে ইচ্ছাও নেই|


ফুটে ওঠে রাঙা চোখে এমন এক ভাব
সে ভাব রোদনে পাই, তুলনাবিহীন
কিছুতে পাবো না এই ভাব প্রাত্যহিক
তাই তো রুমাল থেকে হয়েছি স্বাধীন|


তোমার রোদনে নেই, কোনো পরিতাপ
সে কারণে হয় না, এই মন উত্তেজিত
রোদন যে অকারণ, তাও তো ভাবি না
ক্ষতি নেই অশ্রুতে, আমিও বিদিত|


তুমি আমি এক প্রাণ, এ তো স্বীকার্য
আমরা যে বেঁচে আছি, নিয়েই আবেগ
আমাদের মন দুটো, আলিঙ্গনে বদ্ধ
না আছে দুশ্চিন্তা, না আছে উদ্বেগ|


অশ্রুতে ভরা আছে অভিমান, জানি
তাতে আমি ভরে দেব, নিশ্চিত মান
মান আর অভিমানে, হলেই সংপৃক্ত
তোমাকে স্পর্শ করে, গড়ব বিধান|


তুমি কাঁদছো, এ তো আনন্দ কান্না
মোছাবো না আমি, এই অশ্রুর ধারা
তোমার রোদনে আছে আনন্দদান
কাছে এস, ধরো হাত, হও আত্মহারা|


তোমার রোদনে আছে আনন্দদান