//তন মন উত্তম, অল্প ধনেই সুখ//


তন মন ধন সব আছে, তাই
জীবন চলছে গড়িয়ে
এই যে ভাবনা, হবে নাকি ঠিক
ভাবনা যাচ্ছে জড়িয়ে।


তন আর মন থাকতেই হবে
জীবন থাকলে ধরাতে
কিন্তু ধন কি থাকতেই হবে
জীবনটাকেই বাঁচাতে!


তন মন আর জীবন হবেনা
পৃথক স্বত্তা কোনোদিন
এই তিন মিলে প্রাণ পায় রূপ
এক এর অভাবে ক্ষীণ।


ধন আসবে না তিন এর দলেতে
ধন নিশ্চিত ভিন্ন
জোটাতেই হবে ধন সকলকে
নইলে জীবন ছিন্ন।


না চেয়েই আসে তন আর মন
জীবনের চলা শুরু
চলাকেই উপযুক্ত করতে
ধন হয়ে যায় গুরু।


ধন লাগবেই, সে তো নিশ্চয়ই
আমি কি বলছি, 'না'
কিন্তু গুরুর স্থানে তন মন
আমার ক্ষুদ্র ভাবনা।


অতি উত্তম তন মন নিয়ে
অল্প ধনেই সুখ
অনেক ধন আর ক্ষীণ তন মন
ডেকেই আনবে দুখ।


আমি যা বলছি, স্বীকার কোরোনা
দ্যাখো না পরখ করেই
নিজেই পারবে প্রমাণ করতে
প্রবোধ সুস্থ শরীরেই।


সুবীর সেনগুপ্ত