তপনের আলো তুলনাহীন


তপন জেগেছে, জাগবে সবাই এবার
পূর্ণ হয়েছে আলোয়, প্রকৃতি আধার
যান বাহনের, বিশ্রাম হলো শেষ
এখন হয়েছে, ছোটার সময় বেশ


সূর্যের আলো, ভাঙ্গিয়ে দিয়েছে ঘুম
আকাশে বাতাসে, শব্দের রূমঝুম
তরতাজা হয়ে, শরীর এখন প্রস্তুত
মাথায় ঘুরছে, শুধুই কাজের ভুত।


সবাই ছুটবে, করবেও কাজ কত
বাঁচার অর্থ, পূরণ করতে রত
কাজের ধরণ ধারণ, সব বিভিন্ন
সময় এখন, মূল্যের এক চিহ্ন।


সব কাজেতেই, ভবিষ্যতের সুখ
দৃষ্টি ব্যস্ত, রাখতেই দূরে ভুলচুক
পিছনেই পড়ে থাকবে, সব সমস্যা
ভাবনাতে কাজ, তাই নিয়েই তপস্যা।


তপন এগোবে, পূব থেকে পশ্চিমে
সময় এগোবে, তার গতিতেই আরামে
ধীরে ধীরে আলো, হয়ে পড়বেই স্তিমিত
যার যেটা কাজ, তাতেও আসবে অন্ত।


প্রতিদিন আলো, যোগায় প্রেরণা জীবনে
চলেও তো যায়, প্রতিদিন আলো গগনে
কাজ শুরু হয়, থেমে যায় প্রতিদিন
অর্থপূর্ণ তপনের আলো, তুলনাহীন।


সুবীর সেনগুপ্ত