প্রতিটি কথায়, তোমারই নাম
আসছেই কেন ধেয়ে!
প্রতিটি দিনের, হয় অবসান
তোমারই মুখ চেয়ে|


প্রতিটি খাদ্য, মুখে নিতে গিয়ে
কেন থেমে যায় হাত!
প্রতিটি কর্ম, যা তুমি করতে
করাতেও অবসাদ|


প্রতিটি শঙ্খধ্বনি, ভেসে আসে
তুমি ভেসে আসো সাথে
সেই ধ্বনি তোলে, মনে গুঞ্জন
শান্ত স্নিগ্ধ প্রভাতে|


প্রতিটি খবর, পড়ি একা একা
শোনানোর নেই তাড়া
প্রতিটি কাহিনী, মনে জমে জমে
নিঃশ্চুপে দিশাহারা|


প্রতিটি মিথ্যে, যা আগে বলেছি
আজকে স্মৃতিতে কাঁদে
প্রতিটি সাধন, যা দিতে পারিনি
সেগুলোতে আমি ফাঁদে|


প্রতিটি কামনা, যা অতীতে ছিল
সেগুলো হারিয়ে ফেলেছি
প্রতিটি কর্ম, আজকে যা করি
তা যে যান্ত্রিক, বুঝেছি|


প্রতিটি আদর, প্রতিটি যত্ন
সে সব পুরোনো স্বাদ
প্রতিটি ভুলের, মাঝে দুষ্টুমি
মনে এলে সব বিস্বাদ|


প্রতিটি রাত্রি, শূন্যতা ভরা
স্বপ্নবিহীন ঘুম
প্রতিটি ঊষায়, বিষণ্ণ বুক
কাজেও থাকেনা ধুম|


প্রতিটি গয়না, খুলে খুলে দেখি
হাতে তুলি, নিই ঘ্রাণ
প্রতিটি পোশাক, যেই চোখে পড়ে
মন করে আনচান|


প্রতিটি আলিঙ্গনেই পেতাম
নূতনত্বের স্পন্দন
প্রতিটি ঠোঁটের, স্পর্শানুভূতি
জমা অমূল্য ধন|


প্রতিটি কোষের, আদানে প্রদানে
দুটো ধারা মিশেছিল
প্রতিটি মেশানো, ধারাগুলো আজ
বাঁচার প্রেরণা দিলো|


প্রতিটি যাত্রা, গড়েছিল ছবি
ছবিগুলো স্মৃতি অম্লান
তুমি আছো, শুধু শরীরটা নেই
তুমি জীবনের অভিধান|


তুমি জীবনের অভিধান