//উন্নতশিরে চলাই তো উন্নতমান//


কী করে বলব নত মুখে বুক ঠুকে!
মুখ নত করে বুক ঠুকে বলা যায় না
উন্নতশিরে সত্যের পথ ধরলে
বুক ঠুকে বলা ছাড়তেই পারা যায় না।


মুখ নত করে থাকবার কী যে প্রয়োজন!
থাকতে কী চায় কেউ মুখ নত করে!
যদি কেউ চায়, তাঁর চাওয়া হোক পূর্ণ
কিন্তু তাঁর কী এর থেকে লাভ ঘরে!


উন্নতশিরে চলাই তো উন্নতমান
না পেলেও মান্যতা, কোনো ক্ষতি নেই
এই মান্যতা নিজেই নিজেকে দেওয়ার
উন্নতশির এই দেওয়ার পিছনেই।


আমি এক লোক, কী হবে আমার ঝোঁক!
শৃঙ্খলা আর বিধিতেই থাকে চোখ
যে ভাবেই থাকি, সেটাকেই ভাবি মঙ্গল
উন্নতশিরে শান্তি স্পর্শে অবিচল।


সুবীর সেনগুপ্ত