//উপেক্ষা-অপেক্ষা//


উপেক্ষা করছি কেন!
করছি তো কারণেই
তাই নেই অপেক্ষা
যার কোনো মানে নেই।


না থাকলে প্রয়োজন
হবে নাকি অপেক্ষা!
তখন সুযোগ আসে
করে যেতে উপেক্ষা।


উপেক্ষা কেন হবে
কারণ রহিত, বলো!
যাঁরা করে, তাঁরা দেয়
যুক্তির কোনো আলো।


এ-কারণ সে-কারণ
যে যাই দেখাক-না
উপেক্ষা নয় ভালো
এতে খুশী আসে না।


হলেই উপেক্ষিত
রাগে মন ভরবেই
পাল্টা জবাব দিতে
মনটা তো চাইবেই।


দরকার কেন হয়
উপেক্ষা করবার!
উপেক্ষা অপমান
কি করে হবে স্বীকার!


উপেক্ষা অবহেলা
করাই উচিৎ নয়
বিপক্ষে যাবে নাকি!
গেলে, সেটা অন্যায়।


উপেক্ষা না করেও
অপেক্ষা ছাড়া যায়
অপেক্ষা না করি যদি
তাই কি দোষের হয়!


পরিস্থিতির মাঝে
অপেক্ষা দরকার
উপেক্ষায় প্রকাশ
মনের এক বিকার।


নিজেই নিজের তরে
কত করি অপেক্ষা
করি নাকি নিজেকেই
কখনো উপেক্ষা!


সুবীর সেনগুপ্ত