//উপলব্ধি, এই জীবনের আলো//


লাগছে না ভালো, তাই সব কালো
কিন্তু সামনে, জ্বলছেও আলো
সেই আলো নেই, আমার চাওয়ায়
তবে কি আমার, চাওয়া অগোছালো!


সকলেই চায়, আলো থাক পাশে
আঁধার থাকুক, ঘুমের পরশে
আঁধার থাকেই, ঘুমের পরশে
কিন্তু আলো কি, সাথী হয়ে হাসে!


কে যে আছে কত, আলোর মাঝারে!
যে যতই থাক, আমি তো আঁধারে
আমি যে আমারই, হৃদয়ের মাঝে  
আলো পেলে, তাই দিয়ে মন সাজে|


আলো কি পাইনা! নিশ্চয়ই পাই
যতটুকু পাই, তা তো নিয়ে নিই
আরো আলো খুঁজি, অলিতে গলিতে
খুঁজতেও থাকি, আলোকিত পথে|


পথ আলোকিত, সে আলো সবার
সে আলো পথেই, ভরে না আধার
যে আলো আনবে, মনে প্রত্যয়
বিরল সে আলো, কেন এ ধরায়!


কত যে ভাবনা, আসে আর যায়
কোন আচরণে, পাব যে উপায়!
সন্ধানী মন, করছে এষণ
সফল হবে কি, এই অন্বেষণ!


অকার্যকর, আমার এই চাওয়া
এ যেন, বদ্ধ ঘরে মেকী হাওয়া
'এই মন ভালো', ভাবতেই হবে
তুচ্ছ আলোতে, জীবন ভরবে|


উপলব্ধিতে, নব জাগরণ
যা আসে জীবনে, করাই গ্রহণ
তাই এনে দেবে, এই প্রাণে আলো
সেই আলো, দেবে রাঙিয়েই কালো|  


সুবীর সেনগুপ্ত