//উপলব্ধিতে প্রকৃতি//


একা একা পথে চলতে চলতে
নিসর্গ রূপ দেখতে দেখতে
মন চলে যায় অজানা অমর কাননে...
ক্ষণিকের তরে মেনে নিতে হয়
জীবনের স্থান স্বর্গ ছায়ায়
বাস্তব যায় হারিয়ে অসার ভূবনে।


প্রকৃতির কোলে আমি অভিভূত
এই আনন্দে আছি অবিরত
প্রকৃতিকে আমি ধরেছি জড়িয়ে
শত অসুবিধা রেখে আবছয়ে।


কেউ যা পারেনি, প্রকৃতি করেছে
স্বর্গের দ্বারে নিয়ে গেছে মন
এই ব্যবস্থা ছাড়বই কেন
একসঙ্গে চলছে জীবন।


সুবীর সেনগুপ্ত