একটু একটু হয়ে একটি সময় কেটে যায় মুছে যায় বৈচিত্র্যময় কিছু চিত্র। উপুসে চাঁদের মলিনতা ধুয়ে যায় রাতের পর রাত, বিচিত্র রহস্যের বেড়াজালে তা ও মুছে যায় কারো আগমনে। অামাদের ছেড়ে দেবার স্থানটা খুব কঠিন, তবুও ছাড়তে হয় অধিকার!  তার চে চলো অামরা কাট কাট খেলি!  মুছে যাক কিছু বেদনা-বিষাদ, কিছু সুখের উদয় হোক!
অামরা তো কেবল স্বপ্নের ই দাস। দাসত্বের ধুলোতে পড়ে থেকেও অামাদের অনন্ত চাওয়া, যার কোন শেষ নেই, অামাদের অপূরণ স্বপ্ন দেখা! এখন স্বপ্ন মানে শুধুই বেঁচে থাকা। ভালোবাসার পিনিক গুঁজে নিয়ে  শুধু ঘুরপাক করা, যদি ঘুরে ঘুরেই কেটে যায় শ্রাবণের যৌবন; তো ভালোবাসার মানে কি! তার চে ভালো!
চলো অামরা কাট কাট খেলি।