অামার ঘুমঘুম মনে খেলে যায় তোমার নির্ভাবনাময় ঠোঁটের ফালি।
বুঝিনি কখন তুমি এলে রাতের পর্দা সরিয়ে উজ্জ্বল দীপের রথে, এলে হৃদয়ের বসনাঞ্চলে ঢেউ তুলে অন্ধকারে এ কোন গৌরবে? রাতভরা অন্ধকার তারাদের লুকোচুরি অার মেঘের শীতালু অারাধনা!
তবুও চিনতে পারিনি সখি এবেলার হাহাকারে অামার বুকে বেজে যাওয়া গানের তান । তোমার ফিরে যাবার সময় হলে; ভাঙবে অামার ক্রান্তিবলয় ঘুম!
তবুও চোখে; ঢেউ তুলে যায় যৌবনের সাগ্নিক রাতের তাবৎ অন্ধকার, যে অন্ধকার অাপন ভুলে বিসর্জিত হয় মেঘমালার তুমুল স্রোতে।
শিশিরের গান বেজে উঠবে বলে রাত নিগীর্ণ হয় ভোরের গা ছুঁয়ে!
তারপর সুমধুর সেই গান!
অামি ফজরের প্রস্তুতি নিই; মহারথের স্বপ্নে,
দেখি - সূর্যের শরীর জড়িয়েছে দেহ থেকে তোমার দিনের নিতম্বে।