এতোটা কাল চলে গেলো
অাশা তবুও অাশাই রইলো!
দিন,মাস,বছরও গেলো
স্বপ্নের চোখে চোখ রেখে,
তবুও স্বপ্ন অামার স্বপ্নই রইলো!


কতো কান্না বুকের পাঁজরে হাঁতুরী হানছে
কতো অশ্রু হাজার বছর ধরে সমাধি রচেছে,
তবুও ফিরে পাইনি অামার নিজের সত্ত্বা অার প্রেম প্রেম ভাষা।
ঘুরে ফিরে বছর অাসে, দিন অাসে,রাত অাসে!
একটা ফাগুনও  ভুল করে অাসেনি কভু
অামার কষ্টেভরা পুঞ্জিকায়।
এক তিলও হাসাতে পারেনি কোন কাল।
মনে হয় অামার জন্ম এখন যন্ত্রনা,
টন টন মালের বুঝা!
এ বুঝার টান শেষ হয় কোন্ সীমান্তে?
পাওনা যা ছিলো কষে কষে পেয়েছি,
একটু প্রেম, একটু সুখ স্বপ্ন, বেঁচে থাকার সমাহত মিনতি শিখেছি,সমুদ্রের জল পেয়েছি চোখ ভরে,
ভালোবাসা পেয়েছি জীবন ভরে।
এখন মনেহয় বড় ভুল করে অালো ভালোবেসেছিলাম। বেলা শেষে রঙধনুর সাত অালো নিভে অাসে, মহারাহু অন্ধকার স্বভাব অাবার বুকে বসত করেছে,
মগজে সেই পোকা! এক সময় যা অামাকে গভীর ভালোবাসায় অাচ্ছন্ন রাখতো, অাবার ফিরে এলো রাতের তরী বাইতে বাইতে অন্ধকারে নিয়ে যেতে।
ওর পা জড়িয়ে করুণালাভ করার অাকূল মিনতি!
অামার অার শ্বাস চাইনা,
শান্তি চাইনা, এখন মুক্ত করো।
অামার প্রতিটা শ্বাসে শ্বাসেই যে বিষাদ!
এ সময় চলে গেলে হয়তো তাও অার ফিরে অাসবেনা!